১.
ঝুপ করে ডুব দেই ভরপুর পুকুরে
সেই কথা আজো লেখা আছে মন-মুকুরে।


২.
টুপ টুপ করে ঝরে খুব ভোরে শিউলী
আমি কি গো ভুলে গেছি প্রিয়তম পিউলী।


৩.
রাশ রাশ সাদা ফুল ভরে আছে নদীচর
কুয়াশার কাশফুল, খুঁজে ফিরি রোদঝড়।


৪.
ধুপ ধাপ পাড় ভাঙ্গে, পদ্মার এ পাশে
ডিঙ্গি নাও নিয়ে তুমি আসবে কি সকাশে?


৫.
সারি সারি বসে আছে মেঝে থেকে ছাদ তক
যত বই তত ধুলো, নাম সাহিত্যলোক।


৬.
আশে পাশে মেঘ লোক, দূর নিচে কালো পথ
ছাদে শুয়ে মনে পড়ে, তুমি আমি দ্বৈরথ।


৭.
মনে ছিল হলাহল মুখে মধু হাসি গীত
বুক ভরে ভালবাসা মুছে গেছে সম্প্রীত।


৮.
ফিট ফাট টিপ টপ, নিঝ্ঝুম সন্ধ্যা
নগরের রাজপথে নামে বুনো গন্ধা।


৯.
হুট হাট আসে যায় লোকে লোকারণ্য
তুমি দেবী আইসিস আমি আজ বন্য।


১০.
চুপ চাপ দিন যায়, টিপ টিপ বৃষ্টি
আজ থেকে তুমি হলে যত অনাসৃষ্টি।


এস, এম, আরশাদ ইমাম//২১ জুন ২০১৫; রবিবার; ৭ আষাঢ় ১৪২২ //ঢাকার জীবন