একটি সাধারণ বিবৃতি অথবা সাক্ষ্য
একটি দৃপ্ত মন্তব্য অথবা বাস্তবতার অনুলিপি
একটি ভবিতব্য অথবা দূরদৃষ্টি
একটি আক্ষেপ অথবা আপোষ
অথবা আপোষের মুখোশের ভিতরে
আপোষহীনতার তীব্র নোদনা।


এটা তোমাকে নিয়ে কোন কবিতা নয়
নয় তোমাকে নিয়ে কোন আক্ষেপ রচনা
প্রকৃতপক্ষে এটা আত্মোপলব্ধির একটি ধাপ মাত্র
মার্গ অতিক্রমের কালে কিয়ৎক্ষণের জপমন্ত্র সাধন
আর গাত্র স্খালনের পর পরিশুদ্ধ ভাবনা।


দীর্ঘদিন পারস্পরিক বসবাসের অভ্যাস হওয়া
অথবা বসবাসহীনতার অনাকাঙ্খিত ধুলো
বদলে দেয় চকচকে রূপোর সানকি
যেমন ভাবছ তুমি, যাকে নতুনতার কাছে
আর ফেরানো যাবে না, তাকে রেখেই
অভ্যাসের কাছে প্রত্যাবর্তন, অগত্যার দ্রোণা।


একদা প্রিয়ম্‌, আজ মুখ না ফিরেই
পিছনে চলা, বাস্তবতাকে বুক পকেটে
কিংবা চিরায়ত ঝোলায় পুরে, অভ্যাসের কালো দাঁতে
মাজুনী চালিয়ে বর্তমানকে টেনে টুনে ঝকঝকে রাখা-
তোমার এ কেমন যাপিত যন্ত্রণা, আমি বুঝতে পারি না।


আজ শুধু জেনেছি, আমার হওনি তুমি কখনো, আজও না
ছিলে না কখনো, তবু পাশে আছো, থাকবে ভাবছ,
যেহেতু দশটি বছর পিছিয়ে যেতে পারছনা।


এস, এম, আরশাদ ইমাম//২৬ জুন ২০১৫; শুক্রবার; ১২ আষাঢ় ১৪২২//ঢাকার জীবন