ফেটে পড়া গোপন এক উত্তাপে
ঘুম কেটে যায় মধ্যরাতে,
টেনে নিই হাতের সীমানায় যা পাই
খুলে বসি ভাবনার পৃষ্ঠার ডালা
লিখে যাই অবাধ্য অসহ্য পংক্তিমালা;
কিছু যন্ত্রণার অনুবাদ এভাবেই একদিন হয়ে যায়।


একটু একটু করে বেড়ে ওঠে অক্ষরবৃত্ত,
হয়ে ওঠে শব্দ শকট,
তারপর নিশাচর প্রাণীর মতো
যথেচ্ছা ছুটাটুটি তার,
নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ লোকালয়ে, শব্দের কলরব।


কম্পিত অস্থির চিন্তাগুলো ছেঁড়া ছেঁড়া-
ওড়ে অন্ধকার বুকের ধোঁয়াটে আকাশে
আলো পায় না, স্পর্শ পায় না,
চাওয়ার যেটুকু উচ্চতা, তা-ও ছুঁতে পারে না;
তবু-নিস্ফলা আক্রোশে পাথরেই ছড়ায় বীজ।
আজানুলম্বিত আলখাল্লা ঢাকা
কোন এক অশীতিপর কল্পদেবতার বর প্রত্যাশায়;
নুব্জ্য হয়ে থাকে অজস্র অসমাপ্ত কালের সামনে;
এবং এভাবেই
অনাহূত, জেগে থাকা সময়, অসময় হয়ে যায়।


এস, এম, আরশাদ ইমাম//ঢাকার জীবন
০৭ আগষ্ট ২০১৫; শুক্রবার; ২৩ শ্রাবণ ১৪২২