রাস পূর্ণিমার আধো শীত রাত আকাশে চাঁদের থালা
নদীতে ঢেউ, কাঁপা কাঁপা আলো, পায়রার বুকে জ্বালা
ছুঁয়ে যাবে মন ছুঁয়ে যাবে দেহ জোছনা প্লাবিত রাতে
আমি জেগে থাকি অসীমের পথে অলস শয্যা পেতে।


লঞ্চ চলে যায়, লঞ্চ ফিরে আসে, গুঞ্জরিত নদী
হাওয়ার প্রবাহে ঝিলমিল করে চাঁদের প্রতিচ্ছবি
এমন চাঁদের ভর জোছনায় মনের ভিতরে আলো
ভাসিয়ে নিয়ে যাক চরাচর, ভাসাক মনের কালো।


এসো প্রিয় আর এসো না বন্ধু এই অপরূপ রাতে
এখানে চাঁদের অরূপ রূপের সোনালী সানকি হাতে
এসো এক সাথে পান করি এই মদিরা মহুয়া সুরা
আজ রাতে হই কালকেতু আর একালের ফুল্লরা।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২৯ নভেম্বর ২০১৫; রবিবার; ১৫ অঘ্রাণ ১৪২২//ঢাকা।