সিন্ধুঘোটক


তুমি যখন প্রচন্ড শীতে জুবুথুবু
ক্ষুধায় অস্থির, গলছে দেহের চর্বি ভিতরে ভিতরে
তুমি যখন বান্ধবহীন বরফরাজ্যে তুষার গৃহে আবদ্ধ
নিভু নিভু আলো অথবা আলোহীন তোমার চারপাশ,
তুমি যখন তোমার দৃষ্টি থেকে দু’কদম দূরেও
ঠাহর করতে পারো না কোন কিছু, এমন আবছা,
তখন থেকে আমাকে নির্যাতন করছ, জ্বালিয়ে খাচ্ছ
অস্থি, মজ্জা, চর্বি, মাংস-কোন বিচার বিবেচনা ছাড়া।


যার হাড়-মাংস জ্বালিয়ে তোমার বুভুক্ষু দিনের
পাষন্ড ক্ষুধা নিবৃত্ত করেছ, তার বিনাশে তোমার
একটুও দ্বিধা হয় না, পৃথিবীর ইতিহাস তাই জেনেছে।


প্রিয় বন্ধু, আমার হাড় নাও, দাঁত না, নাও চর্বি যত
তবু মুছে ফেলো তুমি ইতিহাসের ক্ষত, যত গভীরেই থাকি।
তোমার হৃদয়জ উষ্ণতা আমারই জীবন পুড়ে ছড়ানো।
আমাকে ভুলে থাকো প্রিয় মানুষ, অভিমান করব না
কিন্তু যাদের রক্তে পেয়েছ একটি দেশ, তাদেরকে
অসম্মান করবে-আমি সহ্য করব না।
আমি সিন্ধু ঘোটক-অতল সাগর থেকে উঠে এসে
তীক্ষ্ণ দাঁতে বিদ্ধ করব তোমার পায়ের তলার মাটি,
ভুল করেও একথা ভুলো না।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
১৮ জানুয়ারি ২০১৬; সোমবার; ০৩ মাঘ ১৪২২//ঢাকা।