আমার হাতে হাতকড়া নয়, উঠেছে পুষ্প মালা
যতই পোড়াবে আমার কপাল, বাড়াবে নিজের জ্বালা
তাদের জবাব গিলবে যখন, নির্বাক হবে জাতি
নমিত হবে জাতির মাথা, চেতনা চড়ুইভাতি।


কে চাও এমন করুন ভাগ্য, সংগ্রামী এক দেশে
সব কিছুকে গুছিয়ে এনে, ডুবিয়ে ছাড়বে শেষে!
গতিময় এক দেশের কপালে এমন তিলক এঁকে
প্রতিক্রিয়াশীল অপশক্তির তক্‌মা লাগাবো সেঁটে।


তোমার নিদান পার করে যে, অপমান করো তাকে
চলেছ নিজেকে দাঁড় করাতে, বিশ্ব সমাজ মাঝে!
তার নিঃশ্বাস হলকায় আমার দহন বাড়িয়ে চলো
নিজের জবান হারিয়ে বচন তার ভাষাতেই বলো।


এভাবেই যদি নষ্টের কাছে নতজানু হয়ে থাকো
ধ্বংসের শেষ প্রান্তে এসেছ, বুঝবার বাঁকী রাখো
এবারও যদি চেতন না ফেরে আবার ফিরবে কবে!
‘একুশ মানে মাথা নত করা’ নতুন শ্লোগান হবে।।


১৭ ফেব্রুয়ারি ২০১৬; বুধবার; ০৫ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।