নৈঃশব্দেরও একটা অর্থ থাকে
প্রকৃতিরও থাকে একটা নিজস্ব ভাষা
ভালবাসার ভিতরেও থাকে নৈঃশব্দ
নৈঃশব্দের ভিতরেও থাকে
উচ্ছ্বাস ও নিরঙ্কুশ স্থিরতা।


অনুচ্চারিত শব্দমালার কথকতা
পরাগ হয়ে স্পর্শ করে রেণুকে,
স্থির হয়ে থাকা আলোড়ন অপেক্ষা করে
বাঙ্ময় হয়ে ওঠার মাহেন্দ্রক্ষণের।


সযত্নে লালিত স্বপ্ন পল পল করে
আবেগের স্ফুরণের প্রতীক্ষায় থাকে,
যাপিত জীবনের প্রতিটি কষ্টস্নাত নিঃশ্বাস
বসন্তের বাউরী বাতাসের গল্প বোনে।


ভালবাসার প্রতিটি রোজনামচা
ছন্দপতনের কতনা বন্ধুরতা, চড়াই-উৎরাই
সাঁতরে, ছুঁতে পারে ফাল্গুনের পাপড়ি দল;
মৃত্যুর এক মুহূর্ত আগে দাঁড়িয়েও
প্রতিটি আকাঙ্খা বুনন করে চলে
নতুন করে জীবন সাজাবার বর্ণমালা যত।


১৯ ফেব্রুয়ারি ২০১৬; শুক্রবার; ০৬ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।