রূপের পাগল নই গো বন্ধু গুণের পাগল নই
আসলে এই আলসেমীতেই ঘরের পাগল হই
অফিস শেষে ঘরকুনো মন ঘরের আকর্ষণে
সোজা ছোটে ঘরের পথে লুকায় আপন কোণে।


চোখের সামনে বিশ্বজগত এক নিমেষেই খোলা
ইচ্ছেমত ঘুরছি জগত কাজ শুধু চোখ মেলা
মনও এখন স্থির চঞ্চল চলতে চায় না মোটে
চ্যানেল ঘুরতে আঙুল কিন্তু ইচ্ছে ঘোড়ায় ছোটে।


রসমালাই বা কাস্টার্ড, সাথে ধোঁয়ার চা বা কফি
সালাদ টানে অলস মনে লক্ষ্যহীন সে গতি
একই সাথে সম্মুখেতে মুখপন্জীর ডালা
কেউ দিচ্ছে লাইক আবার কেউ বা ডাকছে শালা


উইন্ডিজ বা তনুর হত্যা মুখ পুস্তক ভরা
আমি বৎস কাদের দলে গার্বেজে গা ভরা
খেলা কিংবা নিউজ ফীডে সময় বাঁধা ধরা
এসব করার জন্য আমার নিজের গৃহই সেরা।


শুভ্র মেঝে, সবুজ পাতা, স্ক্রীনের যত নীল
আমার মনের চিন্তা-ভাবনা, সবকিছুতেই মিল
আছি কিংবা থেকেও নেই, আমার পুরুষ-লোকে
তিন বয়সের তিন পুরুষের আনন্দ কে রোখে!


বট-পাকুড়//ঢাকা উত্তর//ঢাকা।
০৩ এপ্রিল ২০১৬/রবিবার/২১ চৈত্র ১৪২২