যাক ভেসে যাক বাংলাদেশ
জঙ্গী খেয়ে করুক শেষ!
হোক না জবাই কতল বধ
ধ্বংস হয় হোক জনপদ,
কানে তুলো পেটে কুলো
কয়লা বিদ্যুৎ করব রদ!
বোমায় উড়ুক বসতবাড়ী
রক্ষা করব মাতারবাড়ী!


মরুক দেশের তরুণ যুবা
দিক হিংস্র কামড় থাবা,
দেশ ডুবে যাক অন্ধকারে
আমার আছে কয়লা বাবা।
কয়লা বাবা যেই চেয়েছে
আন্দোলনের পোঁ ধরেছে।


আন্দোলনের ফোঁকর গলে
ইউনেসকোয় আর্জি চলে।
কি দেবে ওই সকল-দেশী
বিশ্ব নেতার সংস্থাগুলো
সারা বিশ্বে ধ্বংস চলছে
দেখছে চেয়ে দামড়া নুলো।


দেশটা যখন বান্দরবন
আয়রে বাঁচাই সুন্দর বন
বাঁদর হবে মুক্তি সেনা
গান গাইবে ফ্লোরা ফনা।
দেশের মানুষ বোমায় সাফা
কোটি টাকায় হয় না রফা
কোটি ডলার পাতে পেলে
তবেই বান্দা কয়লা গেলে।


আড়িয়াল বিল ফ্লোরা ফনা
বন্ধ করো বিমান ডানা
উন্নয়নের দুষ্টরা সব
দেশ করলো ফানা ফানা
ক’জন খাঁটি দেশপ্রেমিক
নির্দেশনা দিচ্ছে ঠিক
উন্নয়নে লাথি মারো
আলবদরে করো ক্লিক।


লম্বা কথন ভালো নয়
চুপটি করে চলতে হয়
সবচে’ ভালো চিশতি টুপী
মাথার উপর রাখতে হয়
মুখের উপর সুধার বচন
দৃষ্টি করো পদ্মলোচন
পোষাক-আশাক সিধে করো
টক টিভিতে ভুরুর নাচন।


দেশ পড়লে ভূ-সঙ্কটে
ছুটে যায় সে অন্যঘরে
সুখের সময় আসলে পরে
ফিরে আসে আপন ঘরে
তাদের জন্য কান্দে মন
তুমি কেমন অভাজন
ছাড় রে এসব জারি জুরি
দেশটা নয় তোর মামারবাড়ী।।


অভিজ্ঞান-২
২৮ জুলাই ২০১৬/বৃহস্পতিবার/১৩ শ্রাবণ ১৪২৩/ঢাকা।