সব কিছু পেরিয়ে যায় ছাড়িয়ে যায়
মাঠ পেরিয়ে জনপদ, শহর পেরিয়ে মাঠ
খাল পেরিয়ে ধানের জমি, ক্ষেতের ওপাশে হাট
বয়স পেরিয়ে যায় দিন, সুদিন-দুর্দিন
তাুরন্য পরিয়ে আসে ক্ষয়িষ্ণু দিন।


আবেগ অতিক্রম করে বাস্তবতা খেয়ে ফেলে সব
অনুভূতিতে লাগে মড়ক, ঝরা পাতার মতো
ওড়ে চিন্তাগুলো, শুষ্ক মরুময়তা অথবা এসব উৎরে
অন্তঃসলিলা বইতে থাকে ভিতরে অন্ধকার কোণে
অতিক্রমের এই খেলায় নিজেকে বড় অসহায় লাগে।


জীবনকে অতিক্রম করে পাই পরজীবন,
যার কোন অভিজ্ঞতা নেই, নেই কোন স্মৃতিকণা
যা কিছু শুনি, সবই কল্পনা, রচনা, সেটাই বড় যন্ত্রণা
অচেনা অদেখা সময়ের জন্য অন্য যাত্রা!
নাকি পূর্ণ স্তব্ধতা, ফুল-স্টপ! আর ‘তারপর’ নেই----
নিশ্চিত করে কেউই বলতে পারেনা।
কখনো পারেনি এবং আমি নিশ্চিত কালও পারবে না।
অতিক্রমণ তাই জীবনে অমোচনীয়।
অতিক্রান্ত হয়েই নিঃশেষিত হয় জীবনের সব গ্রন্থণা।