ডাকছে তোদের আপন দেশ
ডাকছে তোদের ঘরের মা
এবার তোরা ঘরে ফিরে যা।
দ্ররিদ্রদের শেষ সম্বল
খেয়ে খেয়ে পেটে অম্বল
অম্বলটা কমাতে চাই?
আদাকুচি- লবণ খা
এবার রে তুই দেশেই ফিরে যা।


যা দিয়েছিস ধনীর ঝোলায়
সব গেল রস গোল্লায়
পাঁচ মিলিয়ন এমন আর কি
ব্যাংক থাকলে ফিরেও পাবি
সে সব নিয়েই থাক রে সুখে
যা ফিরে তুই দেশের মুখে।


সমাজ আছে তোদের দেশে
আছে রে বেশ নামে যশে
সমাজ নিয়ে ব্যবসা বটে
জমবে ভালো তোদের ঘটে
পরের দেশের মাটির সুবাস
ভুলে গিয়ে দেশেই ফিরে যা।


তানা হলে চাঁদের কাছে
তোদের নামে বিচার আছে
ডাকব তাকে সাতে পাঁচে
কে মরে কে মরে বাঁচে
আধেক চাঁদে কষ্ট আছে
পুরো চাইলে দু’বার দেব
সে সব ভাবার সময় পাবি না
তারচে’ ভালো ঘরেই ফিরে যা।


৯ নভেম্বর, ২০১৬/ ২৫ কার্তিক, ১৪২৩/অফিস ঢাকা।
যেদিন ট্রাম্পকার্ড পড়লো জুয়ার টেবিলে।