খুব ম্রিয়মান একটি ভোর এসে নক করে দরজায়
তার দু’হাতে দু্ই উপহার, চোখে ভাবলেশহীন ভাষা।


তার এক হাতে মৃত্যুর কর্পূরগন্ধময় কফিনের বার্তা
আরেক হাতে পাতা ঝরা আগাম ফাগুনের উন্মন হাওয়া
তার এক হাতে সফেদ কাপড়ে মোড়ানো সহকর্মীর প্রিয়জনের শবদেহ
মনে করিয়ে দেয় নিজেরটির যাত্রারম্ভের ধ্বনি
তার আরেক হাতের কচি কোমল আমের বোলের উঁকি ঝুঁকি
মনে করিয়ে দেয় জীবনের অনেকগুলো বসন্ত সাঁতরে শেষাঙ্কে উপনমন।


সব কিছু ছাপিয়ে ফিরে আসে নিজের জীবন, নিজের স্বপ্ন কর্ষণ
সব কিছু ভাসিয়ে পরাগ রেণু ছাপিয়ে চলে বুকের সমুদ্রে বর্ষা যাপন।


২৪ জানুয়ারি ২০১৬/মঙ্গলবার/১১ মাঘ ১৪২৩/অফিস/ঢাকা।