কত কিছুই হচ্ছে দেখি এখন আমার দেশে
বঙ্গবন্ধুর হৃদপিন্ড ছিঁড়েও জ্ঞানীর বেশে
পদক পাবে সনদ নেবে উদার মেয়ের হাতে
মেয়েও কি আজ ভুলে গেছে সনদ দিচ্ছে কাকে?


আমরা মুর্খ অন্ধ বোবা শুনতে পাই না কানে
না বুঝে তাই সুর দিয়ে যাই ভিন্ন কথার গানে
যার গিয়েছে প্রাণের মানুষ হৃদয় ব্যথায় ভরা
তার চেয়ে কি অধিক ব্যথা আমার লেখায় ধরা?


বিভ্রান্তি গ্রাস করছে আবাক ফেব্রুয়ারি
এবার বোধ হয় যাবার পালা ছেড়ে এ ঝকমারি
আসুন থাকি হাঁটুর ভিতর মুন্ডুটাকে রেখে
বন্ধু হতে চাওয়া এখন বিব্রতকর ঠেকে।


২য় পর্ব।।
০২ ফেব্রুয়ারি ২০১৭/বৃহস্পতিবার/২০ মাঘ ১৪২৩/ঢাকা।