‌প্রাণশ‌ক্তির গান


বিপন্ন গা‌ছের মুকুল কিন্তু‌ শোভা ছড়ায় ঠিকই
‌কিছু মানুষ যায় না কেনা অার সবা‌কে বি‌কি
মুকুল ছড়ায় প্রা‌ণের অা‌মেজ ছড়ায় অা‌দিম রূপ
অকাজ নি‌য়ে মে‌তে থা‌কি অাসল কা‌জে চ‌ুপ।
মুকুল ঠিকই অাম্র হ‌বে, বিপন্নতা ছে‌ড়ে
সাহস ক‌রে নাম‌লে প‌থে চিন‌বে অাপনটা‌রে
‌বিপদ বা ভয় হও অসহায় সাহস রে‌খো ম‌নে
‌বিবর্ণ এক অা‌মের শাখাই শেখায় স‌ঙ্গোপ‌নে।


অারশাদ ইমাম/‌বিরামপুর
০২ মার্চ ২০১৮_১৬ ফাগুন ১৪২৪