চিঠি প্রেমের যুগে ছিলাম কিনা
প্রেম করতে সেলফোন ছিলোনা
পাশের দোকানে ডিটারজেন্টের দাম
বেড়ে গেলে প্রেমিকা চিঠিতে
জানাতো, শুনছো প্রেমিক -
"হুইল ডিটারজেন্ট পাউডার
ত্রিশ থেকে পঁয়ত্রিশে ঠেকেছে
সুতরাং বুড়ির দোকানে
তোমার সাথে দেখা করার
সম্ভাবনাও দ্বিগুণ বেড়ে গেছে" ।
ক্লাস ফাঁকি দিয়ে নদীর পাড়ে ঘন্টার পর
ঘন্টা প্রেম করার মোহনীয় স্বাদটা ঠিক ভালোভাবেই নিয়েছি...
প্রিয়াংকা কসমেটিক্স -
জাফরান রংয়ের পায়েলটা ঈশানীর
পা'য়ে দারুণ মানাবে..
পায়েলটার দাম -তিনশো টাকা যা দোলন স্যারকে দেওয়া উচিত ছিলো ;
এক মাসের টাকা মেরে দিলে কী এমন হয় !
টিফিন ভর্তি প্রেমে কত দুপুরের টাকা
বেঁচে ওর ছোট বোনকে চকোলেট কিনে
দিয়েছি..
সন্ধ্যাভাষা ছন্দ পতনের পূর্বের বিকেলে
রাস্তায় হাঁটতে হাঁটতে যে আমাদের
প্রেম থেকে প্রণয়.....
ওরা জানেনা
ঈশানী ,
বৃষ্টিতে ভেজা চুলের গন্ধ ধুতুরা ফুলের
চেয়েও বিষাক্ত হতে পারে !
২৭ শে সেপ্টেম্বর -
কথা ছিলো দেখা
হবে ছুটির পর...হয়নি !
শুনলাম তোমার মেয়ে হয়েছে -
একমাত্র মেয়ে আর স্বামী নিয়ে
যদিও তোমার সুখের সংসার -
তবুও স্বামীকে ঠিক ভালোবাসোতো
নাকি আদর্শ স্ত্রীর মত শুধু বংশ রক্ষার্থে
বিবাহিত জীবন পার করছো !
শুনেছি - ফুলশয্যার রাতে বাঙ্গালী
রমণীদের প্রেমের মৃত্যু ঘটে !