সন্ধ্যার কোন ঝিঁঝিঁ পোকার উপন্যাস লিখতে লিখতে হারিয়ে যায় সন্নাসী জীবন।অন্ধকারের ব্রাকেটে ঘেরা পৃথিবির ঝিঁঝিঁ গুলোর
গল্পগুলো লেখা হয়নি কোন পুঁথিতে, সেগুলো থেকে যায় পুরনো যুগের মানুষ গুলোর অবিশ্বাসের অবিশ্বাসে।কোথা থেকে যেন এক আজগুবি কাব্য সন্ধ্যার সব বাকী প্রানী গুলোর মত ঘোলাটে,ঝুলন্ত, লাল চোখ নিয়ে উপস্থিত হয় সন্ধ্যা শিসভারের কালো অন্ধকারে। ঝিঁঝিঁর সাথে আষ্টেপৃষ্টে আছে
সব সাইকোপ্যাথিক,কমটিস্ট ভাবনা। শার্টের কলারে লেগে আছে
ঝিঁঝি গুলোর আত্নহননের দৃশ্য, হাড়ে, মাংসপৃন্ডে,লিভারে,মস্তিষ্কে
সবজায়গায় মধ্যবৃত্ত জীবনের আশ্চর্য হাস্যদৃশ্য !
অথচ সবটাই মিথ্যে সবটাই সাদামাটা ঘোরটা ছেড়ে দিলেই মৃতদেহ।