আমি দেখিনি রেললাইন ধরে বেড়ে উঠা
সবুজ হাফ প্যান্ট পড়া বালকের
যুবক হওয়ার স্বপ্ন,
আমি এখোনো পার করিনি
স্কুল ঘরের পাঁচ কাঠা দুরত্ব
লগারিদমের শুন্য হওয়ার
সমীকরণটা বুঝা হয়নি কখোনো।
-
-
ঈশ্বরকে বললাম -
আমাকে শৈশব এ
আবার ফিরিয়ে নেওয়া হোক,
উনি বোধহয় ঘুমিয়ে গেছেন
তাই জবাব দেয়নি এখোনো।
-
-
মাকে বললাম -
উনি আমায় জবাব দিলেন
তোর কিসের এত দুঃখ।
-
-
বন্ধুদের বললাম-
তারা আমায় বললো
আমি নাকি হতাশগ্রস্ত।
-
-
কুহেলীকাকে বললাম-
সে আমায় জবাব দিলো
তুই তো ঘোর গ্রস্ত।
-
-
শিক্ষককে বললাম-
উনি আমায় বললেন
তোমাকে দিয়ে হবেনা কিছু বৎস।
-
-
-
আমাকে বোধহয় শিক্ষা দেয়নি ভার্সিটির
পিএইচডি করা ওই কর্তৃপক্ষ
তাই মনে হয় পিতা আমায়
ঘোষনা করেছে তাজ্য
উনার কি আসে যায়
আমিতো বিষন অজ্ঞ।
-
-
আমাকে জব দেয়নি
রফিক কাকার ঐ মাল্টিন্যাশনাল কোম্পানী
আর সরকার
সেতো ডিজিটাল উন্নয়নে ব্যাস্ত।
-
-
তাই কি আর করার
আমি এখন পার করি
চায়ের কাপ আর গোল্ডলিফের বেকারত্ব।