মাটির দেহে কতগুলো
  খুঁটি থাকলে  তা বিবেকের
  ইশ্বর গুলোর কাছে দৃশ্যমান হবে,
  মধ্যবিরতির কতটা সৌরজগত
  গিলে খেলে ফিরে পাওয়া যাবে
  শিশু বৃক্ষের পথ,
  কতগুলো দীর্ঘশ্বাসের রাত পার করলে
  শহরের নিচে
  জন্ম নেবে উজ্জ্বল অসুখ,
  ক'ফোটা রোদ্রের স্লানে চোখ ভেজালে
  সুখি হবে বিষন্ন নীলের হাইওয়ে।


  -
  -


  দুঃখিত শুয়োবন
  এখানে তোরা মানুষ দেখতে চেয়েছিলি
  আর আমরাতো "মাটি দিয়ে তৈরী ভুলের দন্ড"।