এইত
তাশের পিঠে
আংগুল টিপে
বেশ চলছে জীবন,
পথ হারানো সন্তানেরা
আর কখোনো ফিরে আসেনি
বিশ্বাসঘাতক দাবার কোর্টে।
সভ্যতা ধ্বংস হয়ে
যাচ্ছে,
তাতে আমাদের কি?
কুকুরেদাঁত অবাক চোখে
তাকিয়ে আছে -
সুশীল সমাজের দিকে,
সভ্যতা আধুনিক রুপে
সৃষ্টির বাম দিকে যায়।
অমানুষেরা কখোনো
বুঝতে চাইনি-
সৃষ্টিতেই ধর্ম
সৃষ্টিতেই সাধনা,
সৃষ্টিতেই বিশ্বাস।
ধর্ম দিয়ে যদি
মূল্যবোধ রচিত না হয়
তবে সে ধর্মের এখানে কাজটা কি?
ধর্মের নামে রক্ষা করার প্রয়োজন নেই
মানুষের নামে হুশিয়ার হও।
তবেই কিনা পৃথিবীতে
সাম্প্রদায়ীকতার যুদ্ব বন্ধ হবে।