কৃতজ্ঞতা; জসীম উদ্দিন (বোদ্বা কবি)


একবার ব্যর্থ জীবনী
লিখতে চেয়েছিলাম,
শেষকাল গত হওয়ার পূর্বেই
হতচ্ছাড়া শ্যামলতা,
সে আমায় রেখে দিল
তার বুকপকেটে।
অনেকবার পালাতে চেয়েছি
একবার সফলও হয়েছিলাম,
কিন্তু ওই যে,শ্যামলতা
সে রেখে ছিলো
তার আঁখিতে,
ধরা পড়লাম,
শাস্তি স্বরুপ
উপহার পেলাম
দুদন্ড কাঠগোলাপ,
সৌন্দর্য ছিলো
কিন্তু গন্ধ ছিলো না।
তখনও ছিলো
পৃথিবীর ছাদে
বুকফাটা দুপুর,
বিবর্ন শীতেরা
আমায় জড়িয়ে ধরে কাঁদলো,
তবুও কুৎসিত হাতটা
জেনেছিলো আমরা যাযাবর,
হারিয়ে যাওয়াই আমাদের ধর্ম।
যদি স্বৃতীর ম্যারাথনে
ফোনের ডিজিটগুলো
আর না বাজে,
তবুও হাসবে
আমাদের বৃদ্বপ্রেম।
কিন্তু শ্যামলতা
সে কি এখনো ভালোবাসতে জানে।