আর কখোনো দেখোনি
পরাজয়ের রাত্রিরা
কিভাবে বেড়ে উঠেছে
তোমার আঙ্গুলের ডগায়,
কখোনো দেখোনি
দীর্ঘস্বাসের নাবিকেরা
কিভাবে ভীর জমিয়েছে
চাঁদ সওদাগরের
খুনী ক্যানভাসে।
তবুও নিজেকে বলেছো
পরাশ্রয়ী জ্যোছনার শরীর,
আর আমি তখন
পাখি হয়ে উড়ে যাই।