মস্তিষ্কহীন হতাশারা ভাষা বেঁধেছে
আয়াতের এই জ্যোছনা
বিহীন বিদঘুটে শীতের শহরে,
মৃত পিতার ঘুম কেড়ে
নিয়েছে ইশকাবন জ্বর,
কপালের ভাজে জমা
পড়ে আছে
একশত দুই ডিগ্রি হিটলারি পারদ।
বইঠা বেয়ে সামনে এগিয়ে
আসছে কালো দমের আযরাঈল
অথচ তাপমাত্রা
তুমি আমার কিশোর বয়সে
ঠোঁট কাপানো বাসি প্রেম।