*
একবার নরকপুরের
আতোতায়ীদের হতাশার
মেলায় আমন্ত্রিত হয়েছিলাম,
ভেবেছিলাম সরল বাগানের
কৃষান আমি,
আমার আবার কাফনের হতাশা?
চললাম কবি মেলা দেখতে
সাথে নিয়েছে চড়ুইভাতি ধানপ্রেম
হাতে কয়েকটা জয়েন্টের মোয়া।
কিশোরীর মাধুলী হেসে দিলে
সুখি হয় নরকপুরের সেপাহী।
কবি
এই নরকপুর এলাম বলে
সাড়ে তিন হাত সবুজ অন্ধকার
তারপরেই পড়বে আততায়ীদের নরকপুর।