*
মাথাভর্তি উলঙ্গ চুলের সঙ্গম,
ফুসফুসের জানালায়
প্রকাশ্য প্রেমের রক্তাক্ত খুন
কে যেন হত্যা করে রেখে গেছে
শরতের নীল মীননয়না।
শীতের মত
খুনি হতে বলোনা,
ভয় লাগে
যদি কাল বসন্ত আসে,
ভোরের শিশির
আমায় তাড়িয়ে দেয়,
কৃষ্ণচূড়া বিদ্রোহ ঘোষনা করে
বনী দাসদের পাবার আসায়।
বৃহস্পতির কারাগার
কবরের সিঁড়ি পর্যন্ত বিস্তৃত,
আদৌ কি মৃত্যু মানে
এখানে জীবনের বিনাশ।


কবি ঘৃণাতেই
আপন করে নিই প্রেমিকার চিবুক।