*
লাজুক ভোরে হারিয়ে গেছে
কলা পাতার দুপুর
হলুদ বৌদি
ডাঁটা শাক তুলছে
নাস্তানাবুদ সূর্যের ভেতর।
কে যেন শীতকে ঢেকে যায়
ধান খেতের বাঁশী
শুন্য চোখে তাকিয়ে
আছে সেকেলে জলঘুঙুর।
পাতা থেকে সরে
আসে বামপন্থি চিবুক
ফুসফুসের নদীতে
সাঁতার কাটছে নিমপেঁচা।