*
দূরে ব্রীজের আড়ালে
দাঁড়িয়ে আছে বনী দাস
পড়নে বাসপাতা রংয়ের শাড়ি
কপালে কালো একটা টিপ
তনয়জুড়ে শুধু আলো আর
ল্যামপোস্টের হলুদ মদ নামক
কুয়াশা! কুয়াশা! খেলা।


নারীর অপলক চাহনী
পুরুষের দিকে তাকাচ্ছে অবহেলার ছলে।
হঠাৎ কালো একটা গাড়ি আসে
ঈশ্বর নেমে আসেন না
তোমাকে কাছে ডাকেন,
তুমি হেঁটে যাও-
মেদওয়ালা ইশ্বরের
উরুর উপর দিয়ে।


আমি কাওকে কিছু বলিনি
শুধুই তাকিয়ে ছিলাম-
কালো, মেদওয়ালা
ঐ ঈশ্বরের ভ্রুক্ষেপ হাসির দিকে।