*
অলিভারের পোড়া বাড়িতে
ন্যাফারদিতি শীতের রাত
শব্দাবলী থিয়েটারে -
আজোও খুন হয় প্রেমিক,
ধূসর বাইপাসের আত্নহত্যার দিনে
ক্যাকটাস আমার আপন সই।
উঠোনের ইশাণ কোণে
যে দেবদারু একা দাঁড়িয়ে
সেথায় প্রশস্ত আলুমিনিয়াম
নিঃস্বাসে ভারি হচ্ছে হাওয়া,
চাবুকের প্রশাখায় এক চিলতে লবণ,
জমরুদের স্বাধীনতায়
জুমল্যান্ডে নৃত্য করছে শহুরে যীশু।