০১/
পথ


*
কে যেন
মারা গেলো -
পথের আমলনামায় যোগ হলো
আরেকটি মৃত্যুর দায়ভার।


০২/
ডোম


*
কবর বিক্রেতার কাছে
লাশ বিক্রি করতে করতে
আমারাও একদিন ফিরে যাবো
মানুষের ঘরে।


০৩/
কবর


*
দুটো শেয়াল
কবরের খাঁচায়
নরমুণ্ড পেয়ে
শিস বাজাচ্ছে।


০৪/


দূর্ভীক্ষ


*
দাঁড়কাক ঠোকরাচ্ছে
সতী নারীর স্তন।


০৫/
পবিপ্রবী প্রেম


*
লালকমল হইতে কুয়াকাটা দুরত্বে
ভাঙ্গনের সুর।


০৬/
বিগত চিঠি


*
অবচেতনের দ্বেরাজ খুলে দেখি
প্রেমিকা আমার স্বামীর বুকে শান্তিতে ঘুমোচ্ছে।


০৭/
শাহবাগ


*
টিয়ারশেল ও ধোয়া দিয়ে
বাঘ তাড়াচ্ছে পুলিশ।


০৮/
পুলিশ


*
রাষ্ট্রের লাইসেন্সধারী
সন্ত্রাসীর নাম পুলিশ।


০৯/
পরাধীনতা


*
অতিথি পাখি সৎকার করে
পৃথিবীকে জানিয়ে দিই-
আমরাও একদিন পরাধীন ছিলাম।


১০/


বাবা


*
রোজরাতে আত্নাকে পাঠিয়ে দিই
মৃত্যুর খোঁজ নিতে,
কবরের সঠিক মাপটা
জানতেন আমার বাবা।