আজও দাঁড়িয়ে রয়েছি আমি, থমকে গেছে সময় ,
কোন অকারণ উত্তাপে , সফলতার মিথ্যে অভিনয় ,
পাড়ি দিয়েছি দূর দেশে , আশা হতাশা ছদ্মবেশে,
শুধু হৃদয়ে গেঁথে বসে থাকে অতীতের সণ্চয় ...
মনে থাকে বস্তুবাদ , সন্দেহের অবকাশ ,
তাতে খেলছে কুশীলব, মিলছে মনের তাস,
আমি শুধু হারিয়ে , পা দুটি থমকে দাড়িঁয়ে,
খুঁজে যাই হারানো পথের অকস্মাত ইতিহাস ..
ঐ দূরের পাহাড়ে, কত ঝোপ ঝাড়ের আড়ালে,
কত বাধা অসহায় নিরালায় মনের দেয়ালে,
করেছি মুক্তের খোঁজ , প্রতিদিন প্রতিরাতে রোজ ,
ফিরে এসেছে যন্ত্র্ণা আচমকা হেঁয়ালির খেয়ালে ....
সেই তো উদীয়মান সূর্য , আবার তা অস্তগামী,
সেই তো আমার নিজের দেশের নিজের মত আমি,
ভাঙছি , গড়ছি, ভালবাসছি, আপন পর করে চলেছি,
সেই তো আমি নিজের মনে শুরু করে নিজের মনেই থামি..
আবার কূটনীতি , আবার politics, শুধু দর্শক হয়ে থাকা,
মনের সত্ত্বায় এক বিন্দু জলে , পাথর চেপে রাখা,
হ্যাঁ তে হ্যাঁ, না তে না, রোবটের যন্ত্রণা,
মনের সাথে বয়ে চলে শত রক্তের শাখা...
মনের ঘরে রোগ হয়েছে, যকৃতের হাহাকার ,
রুগীকে আজ ঘুষ দিচ্ছে হৃদয়ের ডাক্তার ,
প্রত্যয় ফিরে আসুক আবার , সেই চোখে চোখ রাখার,
নূতন করে করুক প্রমাণ , পৃথিবী চির গোলাকার ...|