জ্বলছে আগুন , পুড়ছে ঘর বাড়ি,
নিঃস্ব রিক্ত পথের প্রান্তরে,
ধর্মের নামে আজ উত্সর্গ নারী,
বুদ্ধিজীবি নেতা নেত্রীর শহরে ...


ছাই ভস্ম ছড়ানো রাস্তায় ,
তোমরা গোনো মৃতদেহের পাহাড় ,
সেই পাহাড়ের নিচে যারা দাঁড়ায় ,
তাদের মুখে দিয়েছ তুলে আহার ?


ধর্ম আসলে পর্দা, নিছক অলীক ,
উড়তে থাকে জনগণের মনে,
নতুন রঙের কল্পনায় শৈল্পিক,
বাধ্য করেছ ধর্ম অন্বেষণে...


খুঁজছি ধর্ম, আকাশ পাতাল বনে,
ঠিক যেরকম তোমরা চেয়েছিলে,
পাইনি কোথাও, এই আপনার মনে,
ধর্ম যে শুধু তোমরা বানিয়েছিলে....


রক্তপাতে নতুন সূর্য উঠুক ,
ধ্বংসস্তূপে, তোমাদের অবহেলায়,
প্রতিটি শিশু আজ থেকে এই শিখুক,
ধর্ম নিছক শব্দ 'চলন্তিকা'য় |