আজও কল্পনা করি সেই দিনের কথা,
যখন প্রথম হাত ধরেছিলে,
স্পর্শতে জেগেছিল রোমন্থন ...
সেই স্বপ্ন ছিল, তোমায় পাব সারাজীবন ,
প্রতদিন , প্রতিরাতে , রোজ ,
আর এখন পেয়েছি তো,
তবু কেন আজকের তুমি সেই দিনের 'তুমি'র মত নও?
গূঢ় তফাত্,
এই তুমি অচেনা, চেনার চেষ্টা করেছি অনেক ,
সেই তুমির চাণ্চল্য , ভেসে যাওয়ার ইচ্ছে,
দুর্নিবার ক্ষমতা আজ লুপ্ত ,
তবু আমি আমার মধ্যে তোমাকে বাঁচিয়ে রেখেছি,
নিজেকে পাল্টেছি কি?
জানি না, জানতেও চাই না,
শুধু চেয়েছি তোমায় 'এমন' করে নয় ,
'অমন' করে,
চেনা মুখের অচেনা মানুষকে নয় ,
চাই সেই পুরনো , অচেনা মুখের চেনা মানুষটিকে ,
কোথায় হারিয়ে গেছো তুমি?