বিরহ বলে: মনের সাথে প্রেমের খেলা, উষ্ণ মেঘের মেলা,
হৃদয় বলে: সেই মেঘেতে বৃষ্টি হয়ে. চলে খোঁজ হন্যে হয়ে..
অভিমান বলে: শুষ্ক আর্দ্র দৃঢ় মন, ঘন গভীর দৃষ্টিকোণ ,
বেদনা বলে: সেই কোণেতে একলা বসে, তোমার সাথে খেলছি হেসে...
দুঃখ বলে: খেলাচ্ছলে চোখের জলে, বিষাদ দৃপ্ত উজানতলে,
রাগ বলে: একাকীত্বের স্রোতের পালে, নাই বা আজ দেখা দিলে?
প্রেম বলে: বাঁধ ভেঙ্গে যায় মনভূমিতে, আশা হতাশা প্রতীক্ষাতে ,


আর ...


আমি বলি:


আমার মনের বিষণ্ণতায় , ব্যর্থ ব্যাকুল আকুলতায় ,
লিখছি চিঠি মনের তারে, প্রলেপ মেশানো হৃদয় স্তরে,
উত্তর ? সে তো পাচ্ছি রোজ, জানি মনটা তোমার সত্যি নিখোঁজ,
তবু সেই তোমাতেই থাকছি সয়ে, সেই মনেতে নিত্য ক্ষয়ে...