মনের কুয়াশায় আজ নতুন করে মনে পড়ে,
এই পুরনো বাড়ির পথের ধারে,
কত বিশ্রামহীন খেলা এই সীমানায়,
বালিকা হয়ে, ঝর্ণার সাথে বকুলের কিনারায়,
মুখে কথা ফোটে , 'আসি' , জলের ধারা চোখে,
শুধু পলকা বৃষ্টি, অন্তরালে, মেঘলোকে,
মাধুরী মন্ত্রে সোহাগের টানাপোড়েন, সংশয়,
বেদনার গ্রন্থিতে অবিশ্বাস, কান্নার অবক্ষয়,
অনিশ্চিত ভবিষ্যতের পারাবারের প্রাক্কালে,
অশ্রুর নির্নিমেশে মায়ের আঁচলের তলে,
কোন সে ছায়াপথ সুপ্ত অপেক্ষমান,
নিঃশব্দে কান্না, আর অজানা গোধূলির অভিযান |