সেই উদাসীন চোখের নীচে কালচে দাগ,
সেই উদাসীন ক্ষোভম​য় রাগ অনুরাগ,
সেই উদাসীন প্রেমের খাঁচায় বন্দী তুমি,
অবলুপ্ত পরের গৃহই নিজের ভূমি?


সেই উদাসীন বাড়ানো হাতে কিসের ছাপ ,
সেই উদাসীন প্রখরতা, তাপ উত্তাপ,
সেই উদাসীন কটূক্তি আর শূণ্যতায়
মানবতার মৃত্যু হয়েছে বাস্তবতায় ...


সেই উদাসীন দীর্ঘ জলে জলপ্রপাত,
সেই উদাসীন ভাঙা হৃদ​য়ে রক্তপাত,
সেই উদাসীন রঙীন নোঙরে ফিকের স্বাদ,
ধূসরতা, তাচ্ছিল্য , দেওয়ালে ফাঁদ...


সেই উদাসীন কম্পমান , ব্যর্থ অতীত,
সেই উদাসীন অঙ্ক, হিসেব, ব্যর্থ গণিত,
সেই উদাসীন তোমার চোখে প্রেমের ইতি,
জীবনখেলায় জিতছে সাজানো পরিস্থিতি....