একটি অলস সন্ধ্যেবেলায় চাঁদের ছটায়,
একটি ছেলে, একটি মেয়ে , গল্পে নেশায় ,


ইচ্ছেমত বলছে কথা, গাইছে গান ,
নেই তো হিসেব , বুদ্ধি, এবং চতুর দান ...


পাড়ার লোক দিচ্ছে উঁকি, ভীষণ পাপ,
একসাথে ঐ আঁধার আলোর করছে মাপ ...


নোংরা খেলা, লজ্জাহীন , ধেঙ্গিপনায় ,
উপচে পড়ে কয়েক নজর আর ইশারায় ...


সময় পেরোয় , খুচরো হাতে, ফুচকাওয়ালা,
ঝাল, মিষ্টি , টকের গল্প, উঁচু গলা..


শহর থেকে পেরিয়ে আসা প্রতিটি লোক ,
চাইছে মনে এই দুজনের শাস্তি হোক ..


অথচ তাদের দোষ টা কোথায় ? গল্পতে?
নেই তো কোনো স্পর্শ , প্রেম , এই হাতে?


নিছক তারা বন্ধু হয় , আয়না ঘোরায় ,
গল্প ,শুধু গল্প এবং চুপকথায় ...


মানসিকতা ধ্রুবক থাকে, অবক্ষয় ,
ছেলে-মেয়েতে বন্ধু হয় না, 'গল্প' হয় |