মাঝেে মাঝে কোনো এক  অজানা শব্দকে
প্র্রাধা্ন্য দেয়  আমার কান।
আবার মাঝে মাঝে কোনো এক অজাানা গন্ধ
হয়ে যায় বিিষেশ  একটা ঘ্র্রাাণ।


আকাশ আমায় বোঝাতে চায় দূরত্বের সমীকর,
আর মনে হয় আরও দূরে সরে যাচ্ছি তাই।


দূর গঙ্গায় বেজে ওঠে জাহাজের ভোঁ,
মাথার উপরে উরোজাহাজের বিষন্ন শব্দ,
আন মনে আমি সারা দিই যাই।