১.
জানিনা পথের ধারে
কে ফেলেছে তোমার দরজার চাবি?
এক অবেলায় আমার নখদর্পণে তার সন্ধানপায়রা ধরা পড়লো।
অপরাধ বোধ ছিলোনা কস্মিনকালে
কিন্তু দায়িত্ববোধ তোমার দরজায় যেন ভিক্ষুক করে দিয়েছে
কড়া নাড়তেই তুমি বললো
এখন ভিক্ষে হবেনা পরে এসো...



২.
তোমাকে দেখার অদম্য ইচ্ছে দমিয়ে রাখা দায়
তাই ছাড়লাম ঘর,এই ঘনঘোর বরষায়।
ভেজা কাক হয়ে একটু জিরোব ল্যাম্পপোস্টের মাথায়।
দেখবো পাথুরে কাগজপথে, ভেজা চরণের রথে
কেমন করে তুলে সুর তোমার ওই নুপূর জোড়ায়


তোমাকে দেখার অদম্য ইচ্ছে তাই জমিয়ে রাখা দায়।



৩.
আমার জন্য নয় যে কিছু, তোমার জন্য সব,
তোমার জন্য আকাশ দিলাম হোক না কলরব।
সকাল দিয়ে, সন্ধ্যা নিলাম হলো বিনিময়,
কথা না রাখার এ স্বদেশে যেমনটি হয়।


৪.
আমার চোখের নদীর তলে,
কোন সে স্রোতের ধারা।
কোন সে দুঃখের আস্ফালনে,
এ চোখ পাগল পাড়া।
কোন সে কথার, কথা তলে,
এ চোখ গেল হারি।
কোন সে স্বপ্নের বলিদানে,
ভাঙ্গলো সুখের ফাঁড়ি।



==================================
সুসং নগর
উইলকিংসন রোড,