চারদিকে এত অসামঞ্জস্য,
এত বৈপরীত্য, এত প্রাণের অবক্ষয়,
এত জ্বালা, যন্ত্রণা, রক্ত,  
বিশ্বাসের তিলতিল মৃত্যু,
নীল যন্ত্রণা, ক্ষয়াটে গোধূলি—
তবু জোছনায় ভেসে যায় মন—
প্রতি নিয়ত।


এক অদ্ভুত ফুটফুটে জোছনায়
ফুরফুরে হাওয়ায়
শীতল প্রশান্তিতে
ভরে যায় প্রাণ,
অমিত আনন্দে
অফুরন্ত উচ্ছ্বাস
উদ্বেল হয়ে বেরিয়ে আসতে চায়
অনর্গল বুদ্‌বুদের মত--  
অকারণ।


এত উছ্বাস, আনন্দ, প্রাণময়তা
কোথা থেকে আসে জানি না,
শুধু জানি—এ অন্যায়, বেমানান,
এই জোছনাকে বলি “একটু কৃপণ হও”,
আনন্দকে বলি, “একটু হও কুণ্ঠিত”,
কারণ মানবতা আজ ভূলুণ্ঠিত---


তবু কেন জানি না জোছনায় ভরে যায় মন।  
এই আহাম্মক জোছনা আর আহ্লাদোন্মুখ মন
সর্ব চরাচরব্যাপী হয়ে কী যেন বলতে চায়।
অমৃতস্য পুত্রাঃ বা অমৃতস্য পুত্রী
গোছের কিছু? জানি না,
আমি সত্যিই জানি না।
তবু জোছনায় ভেসে যায় মন, অকারণ,
অনিবার।