চিলেপোতার মাঠে দাঁড়িয়ে এক ঝটকায়
কে যেন ডাক দিয়ে গেল – তিন বার—
নাম ধরে, যেমন নিশি ডাকে, ঠিক তেমনই,
মনের মধ্যে একটা দোলাচল—
যাব কি যাব না। আর ঠিক তখনই হঠাৎ
মনে পড়ে গেল, আজ যদি নাও যাই,
এক দিন এই রকম ডাকেই
বেরিয়ে পড়তে  হবে হঠাৎই
সব ছেড়েছুড়ে, মায়া, খোলস, আসক্তি
আর সব পেঁজাতুলোর মত
তুলতুলে ভালবাসা যার অপর নাম
বন্ধন।


তারপর মুষ্টিখোলা আকাশ, সংবর্ত মেঘের
আলগোছে ছুঁয়ে দেওয়া, হালকা বৃষ্টির
সোঁদা গন্ধ, বন্ধমুখ খামের রহস্য,
ব্যাপক বিস্তার ও মানসিক প্রস্তুতি ছাড়াই
অচেনার অভিযান।


তারপর সব চুপচাপ, কালের প্রশান্তি,
এই নামে কেউ ছিল তার সম্পূর্ণ
বিস্মরণ, এটাই নিয়ম, যতই বুকে
বাজুক, এটাই নিয়তি, এক বুদ্বুদ বিলীন হলে
আরও বুদ্বুদ, আরও আরও আরও......
বায়বীয় প্রতিভাস,
ক্ষণকাল সত্য, লহমা সত্য,
নিমেষ সত্য, বাকি নির্মোহ ইতিহাস,
শূন্যতার দিনলিপি,
অসীম শূন্যতা... ...
শূন্যত্যার পরে শূন্যতা... ...
তারপরে শূন্যতা... ...
শূন্যতাই শূন্যতা... ... ।