ওরা থাকে ও ধারে,
এরা থাকে এ ধারে,
যারা থাকে যে ধারে,
ঠাঁই নেই আর কারো    সে ধারে।


কিন্তু এই সত্য
নয় মোটে নিত্য,
যে যাহার বৃত্ত
বাঁচাতে প্রবৃত্ত,
যাতে কেউ যায়নাকো    সে ধারে।


কী যে হয় কারবার,
দেখি আমি বারবার,
তবু হয় আড়পার,
নিজ নিজ গড়পার,
ও ধার এ ধারে, এ ধার    সে ধারে।


পাপ আর পুণ্য,
পাশাপাশি ধন্য,
গণ্য ও নগণ্য,
সভ্য ও বন্য
মিশে থাকে এ ধারে   সে ধারে।


জটিল আর সরলে,
অমিয় ও গরলে,
কঠিন ও তরলে,
প্রয়াত ও জীয়লে
গলাগলি করে এ ধারে     সে ধারে।