গার্ডার কী মার্ডার করে?
আসলে এই দোষ কার?
যে উন্নয়নে জীবন মরে
সে উন্নয়ন চাই না আর।


গার্ডারের পিছে যারা
কলকাঠিটা নাড়ে,
দিনে দিনে জনতার কাছে
তাদের বোঝা বাড়ে।


গার্ডার কী কথা বলে
মানুষ মারে মানুষ,
উন্নয়নের সারথিরা
বার মাসই বেহুশ।


বেহুদা এই প্যাঁচাল করা
মরণ আসল খাঁটি,
ঘরে কোণে চুপটি থাকি
নিয়ে ঘটি বাটি।


যেখানে যা হোকরে ভাই
আপনে আছি ভালো,
গোল্লায় যাক বিজয় কেতন
মুখ করো না কালো।