কোথায় গেলে পিয়া মোর,
ভেঙ্গে মম অথৈ ঘুম ঘোর।
মরণ বনের গহন জুড়ে দূর-সুদূরে
খুঁজিয়া বেড়াই তোমায় সবে ঘুরে ঘুরে।
বলেছিলে; ভালবাসায় বাঁধিব বাসা,
বাঁধিব জীবন সুখের নীড় খাসা।
টুটা মনের হাহাকারে কাঁদিব না আর,
জ্বালাই না নিবু নিবু প্রদীপ আশার।
হৃদয়ের আকাশে আর বাঁজিবে না বাশী,
চোখ ফেটে জল গড়াইবে না পথে ভাসি।
কেন বদ্ধ রাখিলে তব হৃদয়ের দ্বার?
কখনো কি দুয়ার খুলিবে না আর?
প্রেমহীনা জীবন লয়ে চলেছি মরণ গৃহবাসে,
মিছে অশ্রুভরা ফুল নাহি চাহি প্রিয়া মম সমাধির পাশে।