অস্থির মনের অস্থির ভাবনায়,
পরেছি আমি আজ বেকায়দায়।
বেপরোয়া মন আজ হারাচ্ছে দূর নিলিমায়,
মন নিচ্ছে না ঠাঁই নিজস্ব ঠিকানায়।
আমি হারাচ্ছি হারিয়ে যেতে চায়,
কল্পরাজ্যের নতুন কোন ভাবনায়।
কোথায় যাবো আজ ঠিকানা নেই জানা,
তবুও আজ হারাতে যে,
আমার মন মানছে না কোন মানা।
কল্পরাজ্যের রাজকুমারী আজ আমায়,
বারে বারে হাতছানি দিয়ে ডাকছে।
কে জানে আমার মনে আজ,
কোন নির্গুম রমনী নতুন ছবি আঁকছে।
আমি ক্লান্ত দেহে আবেগহীন মনে,
নতুন ছন্দ ও সুরের টানে।
লুকিয়ে রেখেছি মনের আকুতি গুলো,
কোন এক দূর অজানার গুপন খামে।
তবুও ভাবছি বসে আজ আনমনে,
কেউ নিচ্ছে ঠাঁই আমার শূন্যস্থানে।
কল্পরাজ্যের ঐ রাজকুমারীর স্বপ্নের টানে,
ভালবাসা জমছে আজ আমার শূন্যস্থানে।
কল্পরাজ্যের রাজকুমারীর আগমনের আশাঁয়,
চেয়ে আছি আমি আজও পথের পানে।