চোখের কোনে যাচ্ছে  ভিজে
অনবরত যাচ্ছি মুছে,
বাবা তোকে বুকে নিয়ে
আদর করতে ইচ্ছে করছে রে।

বাবা তুই বঞ্চিত এই ছোট বয়সে
বাবার আদর হতে,
তোর মাকে কত বলি
আসো বাসা নিয়ে থাকি একসাথে।

ভালোবাসা দিতে পারিনি
ছোট ভাই টাকে ও,
বাড়িতে গেলে মনে ও খুব ডাকত আমায়
গালে গাল ঠেকিয়ে ঘুম ভাঙাতো।

চাকরি তুই করিস না বাবা
বড় হয়ে,
লেখা পড়া করে,
মস্ত বড় ব্যাবসায়ী হবে।

পরিবার হতে দূরে থাকার বেদনা
কর্মক্ষেত্রে কেউ বুঝবে না,
ছুটি ত সোনার হরিণ
চাওয়া মানা।

২২/০২/২৩