চোখের সামনে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে
কিছু বললেই রক্ষা নেই,তাকে ধরে নিয়ে যাচ্ছে।
যাদের ধরে নিয়ে গেছে কেউ কেউ ফিরে এসে সব বলে দিয়েছে
লজ্জাস্থানের ভিতরে বিদ্যুৎ শক দিয়ে কাউকে মেরে ফেলেছে।
হয়তো এরই গজব এসে জুটছে আমাদের কপালে,
এতদিন জাতি নিশ্চুপ ছিলো, এখনো আছে।
ভাবখানা আমাদের এমন যে, আমার ত হয় নি কিছু
আমি ত সুখে আছি,কে নির্যাতিত হলো কি লাভ ছুটে তাদের পিছু।
কেনো তারা নির্যাতিত, কেনো অকাল মৃত্যু তাদের বলো?
তাদের মৃত্যু ত আমাদেরই মুক্তির কথা বলতে ও লিখতে গিয়ে হলো।
গজব- দুর্ভিক্ষ আসার লক্ষণ দেখে ও কিছু বলার মত পরিবেশ নেই,
দ্রব্যমূল্যের এতদাম, দিন পার করতেই
গরিব ও মধ্যবিত্তরা হারিয়ে ফেলছে খেই।