জীবন,যুদ্ধ করেই চলছে
অজান্তেই যুদ্ধের ময়দানে ছুটছে
কিন্তু কার সাথে লড়ছে?
জানিনা,এই জবাব বারেবারে আসছে।
সবুজ রঙের মাঠে, শিশির-
সূর্যের আলোয় করে বিরবির,
সাগরের সাথে প্রেম নিবিড়,
যুদ্ধ - প্রেমে হয় অস্থির।
নিজের সাথে লড়াই যখন-
সৃষ্টিকর্তার সাহায্য চাই তখন,
ভালোবাসায় কেড়ে নেয় মন
ইবলিশ কিন্তু নয় আপন।
জীবন যুদ্ধ থামবে কখন?
দোযখ-বেহেশত আশাহীন তখন-
ভোগ হীন মন মুক্তি পায়,
জীবন যুদ্ধের জয় হয়।