শুক্রবার ইসলাম ধর্মে জুম্মা বার।
ধনবান যাহারা হজে যান তাহারা,
দারিদ্র্যতায় আছি যাহারা -
হব নাকো দিশেহারা,
জুম্মা বারে মসজিদে হজ করব মোরা।
কস্ট লাগে দেখে,
পরে এসে অনেকে -
ঠেলে যায় সামনে,
হাদিসে এটা করা নিষেধ আছে।
খুশি হব মোরা -
মসজিদে শুনি যদি আওয়াজ,
কথা বলছে শিশু-কিশোরেরা,
পরবর্তী প্রজন্ম পথেই আছে,
হয়নি তব পথ হারা।
পুত পবিত্র হয়ে,
পরিস্কার জামা- কাপড়ে,
রাস্তায় কথা না বলি কাহারো সনে,
সবার আগে প্রথম কাতারে।
ব্যাবসা বাণিজ্য চাকরিতে থেকে
দেখা হয় না প্রতি ওয়াক্তে,
একত্রিত হই সবাই,
জুম্মাবার ছুটির দিনে,
গরীবের হজ হয়ে যায় প্রতি সপ্তাহে।