ক্ষুধা লেগেছে হায় তাই পশু খায়,
পেট ভরে গেলে,
খাবারের পানে নাহি চায়।
মানুষ গুলো হায় ক্ষুধা ছাড়াও খায়,
পেট ভরে গেছে,
তবু পরে খাবে বলে পকেটে ঢুকায়।
প্রয়োজন নাহি তাহার তবু চাই কাঁড়ি কাঁড়ি
এভাবে চলতে থাকলে,
গরীবের চুলায় উঠবে না হাঁড়ি।
ধণীদের বলি শোন কান পাতি,
তোমাদের সম্পদে আছে গরীবের ভাগ,
এ আমার কথা নয়, সৃস্টি কর্তার বাণী।