শুষ্কতার মাঝে পড়ে থাকা পাতা-
বনের মধ্যে হাঁটছি ছমছম করছে গা।

পঞ্চ ইন্দ্র সজাগ তবে
সাড়া দিচ্ছে প্রকৃতির অনুভবে
বেঁচে আছি বটে, সেটার কি মূল্য আছে!

বিশ্ময়ে হতবাক,
কি হবে মস্ত এ দেহ বয়ে বেড়ে,
নির্বাক প্রকৃতির প্রভাব, করে মোরে সবাক।

কিছু খেতে মানা,
কারণ টা ডাক্তার বাবুর জানা,
তবু খেয়ে চলছি শুনছি না মানা,
করায় কন্ডায় হিসাবের দিনে কি দিবে জবাব খানা?

কে প্রশ্ন করে, কে?
তুমি ডানে আমি মধ্যখানে, তাহলে বায়ে কে?
ইন্দ্রিয় মুক্তি পেতে চাই, মুক্তি দিবে?

মায়াজাল ছিন্নভিন্ন করে,
শুষ্ক বিকেলে আবার হাঁটবে,
একা তুমি অনুভবে, বুঝিবে মুক্তি লাভ  হয়েছে।