ও - মা গো -
মারে,
এই নুর আলম ভাই কি হইছে?  
ভাই ঘুমের ঘোরে মায়ের কথা মনে পড়ে।

বাংলা শাড়ি পরে,
মায়ে যখন আঁচল ভরে
আনে কুমড়া ফুল,
মনে হয়
এই দেশে জন্মে আসলে করেছি ভুল।

কি করবি মা এতো গুলো?  
ভাত দে, ক্ষুধায় যে পেট গেলো।

তোর বাপের বড় চিন্তা,
কেমনে দিবে মেয়েটার বিয়া,
টিন কিনছে কিস্তির টাকা দিয়া,
ব্যাটারা মনে হয় যাবে টিন খুলে নিয়া।

কাঁঠাল সিদ্ধ করে
নুন দিয়ে খেয়ে,
বাপে গেলো টাকার খোঁজে।

মা যে কত চিন্তা করে,
দিনে দিনে যায় শুকিয়ে
মায়ের কথা বড় মনে পড়ে।

এ বাড়ি ও বাড়ি হতে
চ্যায়া দুটো শাক পাতা, ছিম আনে,
চাউলের যা দাম -
এটা কি আর কেউ দ্যায় রে।

বাপের বয়স হয় নাই -
এখনি বুড়া হয়া গ্যাছে,
ভাইরে চিন্তায়, চিন্তায় এমন হইছে।

একদিন বাঁধিনু ঝগড়া,
কই যে মরার বেটি
জমি বেইচা খা।
বাপ দাদার ভিটা
এটা যায় কি বেচা!

দলিল বন্ধকি রাখি,
মায়ের মুখে ফোটাবো হাসি,
তাই তো আসি দেশ ছাড়ি।

তোদের কথা ঘুমের ঘোরে ও বলি,
হায় রে টাকা, তোর জন্য হলাম দেশান্তরি।